চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৪:৩৮ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২২, ০৪:৪৪ PM
চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রসঙ্গে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে ১৩ জন চা বাগান মালিক উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
এর আগে, ৯ আগস্ট থেকে দৈনিক ‘২৪ কেজি’ চা পাতা তোলার শর্তে ধার্যকৃত চা শ্রমিকদের সর্বোচ্চ মুজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন দেশের ১৬৬টি চা-বাগানের প্রায় দেড় লাখের বেশি শ্রমিক। চার দিন পর্যন্ত ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা।
আরও পড়ুন: চরমোনাইয়ের বক্তব্য ঠিক নয়, ধর্মশিক্ষা সম্প্রসারিত হয়েছে: শিক্ষামন্ত্রী।
পরে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন তারা। ১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে থাকা চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার দাবি জানান শ্রমিকরা।