মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান ও মাইক্রোচালক দায়ী: তদন্ত কমিটি

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা
মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা  © ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তকিয়া এলাকার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রো বাসচালক গোলাম মোস্তফাকে দায়ী করেছেন তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৬ আগস্ট) রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে পাঁচ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। 

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী। তিনি বলেন, 'কাদের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।'

প্রতিবেদনে এই দুর্ঘটনার জন্য মাইক্রো বাসচালক ও গেটম্যানকে দায়ী করা হয়েছে। দুর্ঘটনার সময় গেটম্যান সাদ্দাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

আরওে পড়ুন: ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুছড়ে গেছে মাইক্রোবাস, ১১ জনের মৃত্যু।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বেলা দেড়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ১১ জন। আহত হন সাতজন। এই সাতজনের মধ্যে দুজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। অন্য আহত ব্যক্তিরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। আর গেটম্যান সাদ্দাম বর্তমানে কারাগারে আছেন।


সর্বশেষ সংবাদ