০৮ আগস্ট ২০২২, ২২:১১

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ২০

  © ফাইল ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেয়টখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, রাত ৯ টর দিকে ঢাকা টু মাওয়াগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা দূরপাল্লার সোহাগ পরিবহন পিছন দিকে ধাক্কা দিলে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। 

আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। হাসারা হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল ইসলাম জানান, বাস দুটি আটক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগী আমাদের হাসপাতালে এসেছে। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।