বাংলাদেশ সফরে আসছেন হিনা রব্বানি খার

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার  © ইন্টারনেট

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশ সফরে আসছেন। ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে আসছেন তিনি। আগামী ২৭ জুলাই বৈঠকে যোগ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ডি-৮ এর সভাপতি হিসেবে বাংলাদেশ জোটের সদস্য পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া ও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সবাইকে দাওয়াত দিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানিয়েছিলেন আব্দুল মোমেন। তবে পাকিস্তান জানিয়েছে প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে পাঠানো হচ্ছে।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরে সিদ্ধান্ত পরিবর্তন হয়।

আরো পড়ুন: দু’বছর পর চোখ খুলে নারী বললেন—হত্যা করতে চেয়েছিল ভাই

এর আগে ২০১২ সালে বাংলাদেশে আসেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে আসেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রী হিসেবে হিনা রব্বানির এটা দ্বিতীয় বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এর আগে তিনি ২০১২ সালে ঢাকা সফরে আসেন। এরপর প্রায় ১০ বছর পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশ সফর করেননি।


সর্বশেষ সংবাদ