৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন তারা

বাইসাইকেল হাতে পুরস্কারপ্রাপ্তরা
বাইসাইকেল হাতে পুরস্কারপ্রাপ্তরা  © সংগৃহীত

একটানা ৩০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন ৫ শিক্ষার্থী। শুক্রবার (৮ ‍জুলাই) জুমার নামাজের পর তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

শিশু-কিশোরদের মসজিদে গিয়ে নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁওয়ের  বীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটি। 

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, একটানা নামাজ আদায়কারীদের পুরস্কৃত করার পাশাপাশি এই উদ্যোগে অংশ নেওয়া আরও ২১ জন শিশু-কিশোরকে ২১ জায়নামাজ ও কোরআন শরীফ দিয়েছেন। কিশোরদের হাতে বাইসাইকেল পুরস্কার তুলে দেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। 

এসময় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান মেহেদী, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. ফজলে এলাহী, বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওঃ মো. জাহিদুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি মো.শামসুল আলম বাবুয়া, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, বীরগঞ্জ জননী ষ্টোরের স্বত্বাধিকারী মো. আজিজুল ইসলামসহ মসজিদ কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ