দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৭:১১ AM , আপডেট: ২৬ জুন ২০২২, ০৭:৩৩ AM
দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। গত ২৪ ঘণ্টায় নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৮৮ জন মানুষ পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলে এ কয়দিনে মোট ৫ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছেন।
শনিবার দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
এতে বলা হয়, ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় নয় জন, জামালপুরে নয় জন, শেরপুরে চার জন, লালমনির হাট একজন, কুড়িগ্রামে তিন জন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে তিন জন এবং মৌলভীবাজারে চার জন মারা গেছেন।
আরও পড়ুন: পদ্মা সেতুতে যান চলাচল শুরু
মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুই জন, বন্যার পানিতে ডুবে ৫৬ জন এবং বন্যাজনিত অনান্য কারণে নয় জন মারা গেছে।
গত মঙ্গলবার (২১ জুন) থেকে বন্যার তথ্য দেওয়া শুরু করেছে। প্রথম দিনের তথ্যে বলা হয়েছিল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।