পুলিশের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০২:৩৬ PM , আপডেট: ১৭ মার্চ ২০২২, ০২:৩৬ PM
নাটোরের সদর হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় দুই জন পুলিশ সদস্যসহ মোট ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় নাদিম, জনি, সাগর ও জাকির হোসেন নামে ৪ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পুলিশের আহত দুই কনস্টেবল হাসিবুল ও সেলিমকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটক যুবলীগ ও ছাত্রলীগের ৪ কর্মী নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই ট্রাস্ট ব্যাংকে চাকরি
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষ করে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। অন্য দিকে নাটোর পুলিশ লাইন্সের ২ কনস্টেবল মোটরসাইকেল নিয়ে উল্টো পথে আসছিলেন। পথে উভয়ের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে স্থানীয়রা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।