ইভিএম ‘লো টেকনোলজি’, বললেন জাফর ইকবাল

অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল
অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল   © ফাইল ফটো

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) লো টেকনোলজি হিসেবে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের সাবেক শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

রবিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, এখানে বলা হচ্ছে ইভিএম একটি হাই টেকনোলজির ব্যাপার। তবে এটা হাই টেকনোলজি না। এটা লো টেকনোলজি। আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এটা নিয়মিত করে থাকে। এখন নতুন টেকনোলজিস এসেছে। এখন এটা ইন্ট্রিডিউস করা সম্ভব। ব্লক চেইন বলে একটা ব্যাপার আছে, সেটা করলে ফুলপ্রুভড হয়ে যাবে।

তিনি আরও বলেন, ইভিএম বিষয়টি প্রযুক্তি সংক্রান্ত হওয়ায় সংলাপে আরও প্রযুক্তি বিশেষজ্ঞ অংশ নিলে ভালো হত। 

সংলাপে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইভিএম বাদ দেয়ার প্রস্তাব দিয়ে বলেন, ইভিএম হাইটেক প্রযুক্তি। আমাদের দেশের সাধারণ মানুষ প্রযুক্তি সম্পর্কে অচেতন। তাদের প্রযুক্তি জ্ঞান কম। এটি ব্যয়বহুল।

ইভিএমে কারসাজিরর ঝুঁকির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এতে কাগজের ব্যবহার নেই। হ্যাক প্রুভনেস প্রমাণ করুন। রেফারেন্ডাম করুন। মানুষ না চাইলে ইভিএমন নয়। ইভিএম না নিয়ে বাদ দিন।


সর্বশেষ সংবাদ