বিদ্যালয়ে বাধ্যতামূলক ছুটি দিয়ে বিয়ের আয়োজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০২:৪২ PM , আপডেট: ১০ মার্চ ২০২২, ০২:৪২ PM
স্কুলে বাধ্যতামূলক ছুটি দিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ মার্চ) বরিশালের উত্তর আমানতগঞ্জ এলাকার মোফাজ্জেল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
যদিও স্কুলের ম্যানেজিং কমিটি বাধ্যতামিূলক ছুটির বিষয়টি অস্বীকার করেছে। তারা বলছেন, বিদ্যালয় পুরোপুরি বন্ধ করা হয়নি। সকালে তিনটি ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সকালে তারা স্কুলে আসলে শিক্ষকরা আমাদের বাসায় ফিরে যেতে বলেন। কারণ জানতে চাইলে তারা ধমক দিয়ে পাঠিয়ে দেন। বিদ্যালয় মাঠে দেখেছি বিশাল বিয়ের প্যান্ডেল। করোনায় স্কুল বন্ধ থাকায় লেখাপড়া চলেনি। এই অবস্থায় বাধ্যতামূলক ছুটির বিষয়টি মেনে নেয়া যায় না।
জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান খান রনি জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিদ্যালয় মাঠে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। বাধ্যতামূলক ছুটির বিষয়টি ঠিক না। সকালে তিনটি ক্লাস হওয়ার পর ছুটি দেয়া হয়েছে।
আরও পড়ুন: চবির হলে অভিযান, ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
এ বিষয়ে জানতে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল ও ক্ষুদে বার্তা পাঠালেও তিনি তার কোনো জবাব দেননি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান জানিয়েছেন, কোনো স্কুল বন্ধ করে বিয়ের আয়োজন করা সম্পূর্ণরুপে আইন বিরোধী। এই কাজ করা অপরাধ। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।