মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম  © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার এলাকায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় ডিএমপি কমিশনার আরও বলেন, ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিজপোজাল ইউনিট, ডিবি, র্যাব ও সোয়াটের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামরার আওতায় থাকবে।

এদিকে মাতৃভাষা দিবসের আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে করোনার কারণে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কিছু নিয়ম মানতে হবে দর্শনার্থীদের। স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে শ্রদ্ধা জানাতে দেয়া হবে না। প্রতিটি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন একসঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে।

আরও পড়ুন- ৪৭ বছরেও হলো না ঢাবির শহীদ মিনার, হবেও না!

আয়োজকরা জানান, এদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি ও বকশিবাজার, দোয়েল চত্ত্বর থেকে চারখারপুল এবং ফুলার রোড বন্ধ থাকবে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে এসে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চানখারপুল ও দোয়েল চত্ত্বর হয়ে বের হবেন শহীদ মিনারে আগতরা।


সর্বশেষ সংবাদ