শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দিলেন
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫০ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩ PM
যশোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আবদুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীর। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের মুজিব সড়ক সংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত আবদুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার আবদুর রশিদের ছেলে। যশোরের হাঁটার সাথী নামে একটি সংগঠনের সদস্য ছিলেন তিনি।
আরও পড়ুন: ভিডিও গেম খেলতে না দেওয়ায় ৮ বছরের শিশুর আত্মহত্যা
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ওপর দিয়ে বাড়িতে যাচ্ছিল ৫ বছর বয়সী এক শিশু। এ সময় খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছিল। বিষয়টি দেখতে পেয়ে ওই শিশুকে বাঁচাতে এগিয়ে আসেন আবদুল হাকিম। রেল লাইনের ওপর উঠে ছেলেটিকে রক্ষা করতে পারলেও নিজের জীবন রক্ষা করতে পারেননি তিনি। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এই ব্যবসায়ী।
তারা আরো বলেন,শহরে তার একটি ঘড়ির দোকান আছে। যশোরের ‘হাঁটার সাথী’ নামে একটি সংগঠনের সদস্য তিনি। প্রতিদিনের ভোরে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে হাঁটতে বের হন। অন্যদিনের মত আজকেও হাটতে বের হয়ে আরেকজনের জীবন বাচাতে গিয়ে নিজের জীবন রক্ষা করতে পারলেন না এই ব্যাবসায়ী, লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে।
যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবদুল হাকিম মারা গেছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।