বেরোবি শিক্ষক ও ঢাবি ছাত্রলীগ নেতা মনিরুলের নিয়োগ বাতিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:০১ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১০:০৭ AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনিরুল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রভাষক (অস্থায়ী) পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মনিরুলকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লিখিত শর্তাবলির ১ নম্বর শর্ত অনুযায়ী, শিক্ষকের শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে এ নিয়োগ দেওয়া হয়েছিল।
আরো পড়ুন: ২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি
সেই শিক্ষক শিক্ষা ছুটি শেষে গত ১২ সেপ্টেম্বর যোগদান করেছেন। বর্তমানে কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে না থাকায় তার শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক পদের নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এদিন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বেতন ও ভাতা বাবদ ৬২ হাজার ৩৭৭ টাকা বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ ছিল, শিক্ষক সোহাগ আলীকে শিক্ষা ছুটিতে পাঠিয়ে নতুন করে শূন্য পদ দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছে ঢাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. মনিরুল ইসলামকে।