হবিগঞ্জে একসঙ্গে ১০ বিচারকের করোনা শনাক্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০১:৪৪ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২২, ০১:৪৪ PM
হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ বিচারকের করোনা শনাক্ত হয়েছে। এ কারণে বিচারকাজে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলার বিচার বিভাগে মোট ২৮ জন বিচারক দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১০ জনই করোনা আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে তাদের শরীরে করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’
আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী, মো. আব্দুল হামিদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, জেলার বিচার বিভাগে কর্মরত ২৮ বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত। গত পাঁচদিন ধরে তাঁরা আক্রান্ত। তাই আদালতপাড়ায় স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঢাবির আসন কমানো-বাড়ানোর সিদ্ধান্ত: কোন বিভাগে কত সিট?
এদিকে ১০ বিচারকসহ সংশ্লিষ্ট অনেকেই করোনায় আক্রান্ত হলেও হবিগঞ্জ আদালত পাড়ায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রোববার হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে দেখা যায়, অধিকাংশ বিচারপ্রার্থীর মুখে নেই মাস্ক। বহুতল ভবনের প্রতিটি ফ্লোরের বারান্দায় বিচারপ্রার্থীদের ভিড়। একে অপরের শরীর ঘেঁষে জটলা পাকিয়ে আছেন তারা।