মামা বাড়ি বেড়াতে এসে বাসায় ফেরা হলো না স্কুলছাত্রীর

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে  © প্রতীকী ছবি

রাজবাড়ীতে মামা বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার কবলে পড়ে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামের ফকিরবাড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আরও পড়ুন: নেপালে বাড়ছে করোনা, স্কুল বন্ধের ঘোষণা

নিহত শিক্ষার্থীর নাম সাবা। ১৫ বছর বয়সী ওই ছাত্রী কুষ্টিয়া সদর উপজেলার রিপন শেখের মেয়ে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। 

এসআই আসাদুজ্জামান রিপন সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় তার মামা মো. সালাউদ্দিন ও অপর মোটরসাইকেল আরোহী নাসির হোসেন আহত হয়েছেন। নাসিরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত মো. সালাউদ্দিন জানান, সাবা চার-পাঁচদিন আগে তাদের বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে ভাগ্নিকে নিয়ে রামদিয়া বেড়াতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দিলে তার ভাগ্নি ছিটকে পড়ে যায়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসআই আসাদুজ্জামান রিপন জানান, দুর্ঘটনার খরব পেয়ে সেখান থেকে সাবার সুরতহাল শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ