তরুণ প্রজন্মকে জাতির কল্যাণে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৫৭ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৫৭ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। এ তরুণ প্রজন্মকে এগিয়ে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তাদের এগিয়ে যেতে হবে। একই সাথে শিক্ষার্থীরাও যেন ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম ধরে রাখে সেদিকেও খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজিজামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে বিশৃঙ্খলায় ঢাবি উপাচার্যের ক্ষোভ
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেরা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, বীর মুক্তাযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু ও রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ প্রমুখ।
আরও পড়ুন: ইলমা আবেগী ছিল, সে আত্মহত্যা করেছে: দাবি স্বামীর
পরে কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধসহ নানা চিত্রপ্রদর্শনী উপস্থাপন করে। এতে উপস্থিত অতিথি ও বীর মুক্তিযোদ্ধারা, দর্শকরাও তাদের চিত্রপদর্শণীতে মুগ্ধ হয়।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা