কালকিনিতে রোটারি ক্লাবের বৈদ্যুতিক পাখা ও বই বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯ PM
মাদারীপুরের কালকিনি উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা ও বই বিতরণ করেছে রোটারী ক্লাব অব ঢাকা পল্লবী শাখা। শুক্রবার (১০ ডিসেম্বর) কালকিনির পাঙ্গাশিয়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় এই পাঠ্য পুস্তক এবং বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব ঢাকা পল্লবী শাখার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. সলিম উল্লাহ খান এবং মাদারিপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইমরান উপস্থিত থেকে এসব সামগ্রী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে তুলে দেন।
রোটারী ক্লাব অব ঢাকা পল্লবী শাখার ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনজুরুল আলমের সভাপতিত্বে ক্লাব ট্রেজারার মো. নজরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট খালেদ সাইফুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মাহমুদ, সদস্য হুমায়ুন কবীর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।