বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হরতালের ডাক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)  © সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃ্দ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অর্ধবেলা হরতালের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে দৃপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালন করা হবে।

আজ সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে অভিযোগ করে সমাবেশে সম্পাদক ডা. এম এ সামাদ বলেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ভোটের অধিকার হরণ করে সীমাহীন দুর্নীতি লুটপাট চালাচ্ছে। সরকার রাতের অন্ধকারে ডিজেল, কেরোসিন তেল এবং এলপিজির দাম বাড়িয়ে দিয়েছে।

সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুঃশাসন এর বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে হরতাল পালন করা হবে বলে জানান তিনি।

ঘোষিত কর্মসূচিকে জনগণের দাবি আদায়ের কর্মসূচি উল্লেখ করে রাজধানীবাসীকে শামিল হওয়ারও আহবান জানান তিনি ।


সর্বশেষ সংবাদ