নিখোঁজ তিন কলেজছাত্রী স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে ছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৪:০৪ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২১, ০৪:০৪ PM
রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রী স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে ছিল। আজ বুধবার (৬ অক্টোবর) সকালে মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, এই তিন ছাত্রী স্বেচ্ছায় বাড়ি ছাড়েন। তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। তাদের কক্সবাজারেও দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর রবিউল হক।
এদিকে গত বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যান। এ ঘটনায় শনিবার পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার। মামলার চার আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে তাদের কাছ থেকে তাদের নিখোঁজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ তিনজন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা আলাদা কলেজের শিক্ষার্থী হলেও একই এলাকায় বসবাস করতেন। তারা পরস্পরের পূর্ব পরিচিত।
নিখোঁজের পর তাদের পরিবার দাবি করেছিল বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। এ জন্য তারা বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।
এ ঘটনায় নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় অপহরণ মামলা করেন। মামলার পর এক তরুণীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার চারজনের মধ্যে দু’জন সহদোর। এছাড়া তাদের মধ্যে এক তরুণীও রয়েছেন।
গ্রেফতার দুই ভাই হলেন- তরিকুল্লাহ (১৯)ও তার বড়ভাই রকিবুল্লাহ (২০)।