মালয়েশিয়ায় গভীর রাতে অভিযান- ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টার দিকে এ অভিযান চালান হয়
বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টার দিকে এ অভিযান চালান হয়  © সংগৃহীত

গভীর রাতে মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ আটক শতাধিক অভিবাসীকে আটক করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টার দিকে চালান এ অভিযানে অন্তত ৯৫ বাংলাদেশিকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি জানিয়েছেন, জালান ইকো ম্যাজেস্টিক ১/২সি কাজাংয়ের একটি আবাসিক এলাকায় এ অভিযান চালান হয় । আটককৃতদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আবাসন ও কর্মচারী সুবিধা আইন(৪৪৬) না মানার অভিযোগ এনে বলা হয় যে, তারা স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে ঘনবসতি গড়ে তুলেছিল। এজন্য শ্রমিক নিয়োগদাতাদের ৫০ রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে। 

খবরে জানা যায়, আটককৃতদের অধিকাংশই নির্মাণশ্রমিক। তবে কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন খায়রুল দাজেমি। আটককৃতদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি, ৯৪জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ৬৬ জন এবং ভিয়েতনামের ১৩ জন রয়েছে। 


সর্বশেষ সংবাদ