কাপ্তাইয়ের সীতাঘাটে ৪২ ঘণ্টা পর ভেসে উঠল দুই পর্যটকের লাশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে ডুবে মারা যাওয়া দুই পর্যটক
রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে ডুবে মারা যাওয়া দুই পর্যটক  © সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠেছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সীতাঘাট এলাকায় তাদের লাশ পাওয়া যায়।

দুই পর্যটক হলেন- প্রিয়ন্ত ( ১৫) ও শাহন দত্ত ( ১৭)। স্থানীয় বাসিন্দারা সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রিয়ন্ত নূর আহমদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে এবার নবম শ্রেণিতে উঠতো।  আর শাহন রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণি থেকে উঠতো দশম শ্রেণিতে। 

জানা গেছে, লাশ ভেসে ওঠার পর এলাকায় হৃদয়বিদারক পরিস্থির সৃস্টি হয়। তাদের আত্মীয়-স্বজনরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। উৎসুক জনতাও জায়গাটিতে ভিড় জমান। 

ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, সকালে ৭টার দিকে লাশ দু’টি ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে।

আরো পড়ুন: সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, সকালে লাশ ভেসে ওঠার খবর পেয়েছি। ফায়ার সার্ভিস লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক  নিখোঁজ হন। এরপর থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। বুধবারও উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে তাদের খুঁজে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ