জিয়ার মৃতদেহ কোথায় আছে কেউ জানে না: নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল  © ফাইল ফটো

জিয়াউর রহমানের মৃতদেহ কোথায় আছে সেটা কেউ জানে না বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, জিয়াউর রহমানের নামে সাইনবোর্ড লাগিয়ে পুরাতন সার্কিট হাউজটা দখল করে রাখছে। সেটা আমাদের জন্য লজ্জার। সেখানে কিছুই নাই।

আজ শনিবার (২৮ আগস্ট) ‍দুপুরে নগরীর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আজকে বিএনপিও এই জাদুঘরে যায় না। তাহলে কেন সেটা দখলে থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি। উনাদের বলব, এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দিন।

তিনি বলেন, একটা রুমে সেদিন তিনি মারা গেলেন। তাই বলে একটা পুরো প্রত্মতাত্ত্বিক সম্পদ যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত, যেখানে বৃটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত। সেটাকে অবরুদ্ধ গোডাউন বানিয়েছে।

মেয়রদের আহ্বান জানিয়ে নওফেল বলেন, সামনে শিশু পার্কের নামে জমিটা দখল করে বসে আছে। সেটা থেকেও মুক্তি দিন। যে ব্যক্তি এটা করেছে সে ঢাকাতেও বসেছিল একটা জমি দখল করে। রাজউক গিয়ে উচ্ছেদ করেছিল।


সর্বশেষ সংবাদ