অভিভাবকের অবস্থান কর্মসূচি

‘না খোলা পর্যন্ত সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে প্রতিদিন দাঁড়াব’

রাজধানীর হলি ক্রস কলেজের সামনে প্রতিবাদী অবস্থানরত অভিভাবক রাখাল রাহা
রাজধানীর হলি ক্রস কলেজের সামনে প্রতিবাদী অবস্থানরত অভিভাবক রাখাল রাহা  © স্ক্রিনশট

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠান হলিক্রস কলেজের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন লেখক রাখাল রাহা। আজ সোমবার তিনি সেখানে দ্বিতীয় দিনের মতো দাঁড়িয়েছিলেন। সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত তিনি দাঁড়িয়েই যাবেন বলে ঘোষণা দিয়েছেন। 

বড় একটি ব্যানার গলায় ঝুলিয়ে দাঁড়িয়েছিলেন এই অভিভাবক। ব্যানারের শুরুতে লেখা রয়েছে, ‘প্রায় ৫৫০ দিন ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পৃথিবীর কোনো সভ্য দেশ এটা করেনি।’

ব্যানারটির নিচে শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের (শিশির) নাম লেখা রয়েছে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কমিটিতে সভাপতি হয়েছেন আরিফ মঈনুদ্দীন দ্বিতীয় দিন রাখাল রাহার সঙ্গে সংহতি জানাতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাখাল রাহা আজ সোমবার দুপুরে তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আজ ২য় দিন। একজন অভিভাবক হিসাবে আমার সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়ালাম। না খোলা পর্যন্ত প্রতিদিন দাঁড়াবো। আজ সংহতি জানাতে এসেছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি Arif Mainuddin। ছবি দুটোও তার তোলা। তাকে অসংখ্য ধন্যবাদ।’


সর্বশেষ সংবাদ