জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মে ২০২১, ০৮:৪০ AM , আপডেট: ২৫ মে ২০২১, ০৯:০৫ AM
আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত নজরুল ইসলাম।
গ্রোগারি ক্যালেন্ডারের তারিখ হিসেব করলে কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৪ মে। তিনি ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ। মা জায়েদা খাতুন।
বিদ্রোহী কবি হিসেবে তার পরিচিতি থাকলে কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে, সাংবাদিক, নাট্যকার, ঔপন্যাসিক, কবি, গল্পকার, সুরকার, অভিনেতা। তার কবিতা ও গান যুগে যুগে মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।
স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ২৪ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাকে সমাহীত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।