করোনায় রেকর্ড মৃত্যুর দিনে আক্রান্ত ৬৮৫৪

করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে
করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে  © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১ জনে। এটি দেশে একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

গতকাল দেশে ৭ হাজার ৬২৬ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। 

 


সর্বশেষ সংবাদ