ভ্যান চালিয়ে লাশ মর্গে নেয়া কনস্টেবলের হাতে পুরস্কৃত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ মে ২০২০, ১০:০৮ AM , আপডেট: ১৮ মে ২০২০, ১০:০৮ AM
রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ তুলে নিজে ভ্যান চালিয়ে থানায় নেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার কনস্টেবল রুবেল মিয়াকে পুরস্কৃত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
রোববার (১৭ মে) সকালে পুলিশ কমিশনার তার কার্যালয়ে ডেকে নিয়ে রুবেল মিয়াকে নগদ অর্থ পুরস্কৃত করেন।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, করোনার কারণে অজ্ঞাতনামা লাশ দেখলে মানুষ পালিয়ে যায়। সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল মিয়া অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে নিজেই ভ্যান চালিয়ে লাশ মর্গে পৌঁছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ মানবিক কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রুবেল মিয়াকে পুরস্কৃত করেছেন।
কমিশনার আনোয়ার হোসেন বলেন, করোনাভাইরাস সংকটের এই দিনে এত রাতে রুবেল মিয়া গাড়ি চালিয়ে যে মহত কাজ করেছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কাজের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
কনস্টেবল রুবেল মিয়া বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। করোনাভাইরাসে মারা গেছে ভেবে লাশটির ধারে-কাছে কেউ যাচ্ছিল না। আমি গিয়ে এ অবস্থা দেখে নিজে রিকশা ভ্যানে তুলে থানায় নিয়ে গেছি।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ২টার দিকে গাছা থানা এলাকায় সাইনবোর্ড কাঁচাবাজারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার ওপর এক অজ্ঞাত পুরুষ পড়ে ছিল। স্থানীয় কেউ লাশটির কাছে যায়নি। কোনো ভ্যান/যানবাহনচালক লাশ বহন করতে অস্বীকৃতি জানায়। পরে দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল রুবেল মিয়া নিজে ভ্যান চালিয়ে লাশটি মর্গে পৌঁছে দেন।