সঞ্চয় প্রবণতা সৃষ্টিতে নোয়াখালীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স

  © টিডিসি ফটো

ব্যক্তিগত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, ব্যাংকমুখী করা, শিক্ষার্থীদের আর্থিক সেবাভুক্তি করার লক্ষ্যে বাংলাদেশে সকল ব্যাংকে স্কুল ব্যাংকিং সেবা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় চালুর পর থেকে প্রতি বছর লীড ব্যাংকিং পদ্ধতিতে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে আসছে স্কুল ব্যাংকিং কনফারেন্স।

শনিবার (২ নভেম্বর) নোয়াখালী শিল্পকলা একাডেমিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশনা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। এসময় শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে এবি ব্যাংক চৌমুহনী শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. ইসরাফিল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন ব্যাংক কর্মকর্তারা।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব সৃষ্টির লক্ষ্যে করা এই স্কুল কনফারেন্স শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এ আগ্রহী করে তুলবে। শিক্ষার্থীদের নিচের ক্লাসে থাকা অবস্থায় স্কুল ব্যাংকিং সেবা গ্রহণ করা উচিত, যেন প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে নিজের আর্থিক একটা অবস্থান থাকে এবং ব্যাংকিং পদ্ধতির সাথে সুপরিচিত হতে পারে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগির হোসেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক এস. এম. যুবায়ের হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক নোয়াখালী জোনের ডিজিএম মো. সাইফুল ইসলাম, কৃষি ব্যাংক নোয়াখালী শাখার এজিএম। অতিথিবৃন্দ সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি এবং ব্যাংক পদ্ধতির প্রতি আগ্রহী করে তুলে বক্তব্য পেশ করেন।

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্তি ঘোষণা করেন এবি ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ মিজানুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিতির সম্মুখে স্কুল ব্যাংকিং সেবা সংক্রান্ত স্লাইড উপস্থাপন করা হয়। প্রতিটি ব্যাংকের হয়ে একটি স্কুলের পক্ষ থেকে একজন করে মোট ৪০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রথম তিন জনকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় এবং অংশগ্রহণে অনুষ্ঠিত এ কনফারেন্স পরিচালনা করে এবারের লীড ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড।


সর্বশেষ সংবাদ