গুগল ডুডলে বিশ্ব মা দিবস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০১৯, ১০:৪৯ AM , আপডেট: ১২ মে ২০১৯, ১০:৪৯ AM
আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
মা দিবসে গুগলের ডুডলে দেখা যাচ্ছে, ছয়টি ছানা নিয়ে একটি মা হাঁস হাটছে। ছানারা মায়ের পেছনে পেছনে দৌড়াচ্ছে। আর পরের থাপে দেখা যায় ছানাগুলো মায়ের সঙ্গে সাঁতার কাটছে।
এছাড়াও পরের ধাপে ডুডলে দেখা যায় বৃষ্টি পড়তে। ঠিক এসময় ছানাগুলো মা হাঁসটির ডানার নিচে আশ্রয় নেয়।
শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই এ ডুডলটি চালু করেছে সার্চ ইঞ্জিন গুগল। এটি আজ রবিবার সারাদিনই থাকবে। বিগত কয়েক বছর যাবত মা দিবস সহ বিশেষ ডুডল প্রচার করছে গুগল।
প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবসটি পালিত হয়। এই দিবসটি বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়। এটি প্রথম পালিত হয় ১৯০৮ সালে, যখন আমেরিকার নাগরিক আনা জার্ভিস তার মায়ের প্রতি বিশেষ স্মৃতি চারণ করেন।
পরে এটি ১৯১৪ সাল থেকে আমেরিকার অফিসিয়াল ছুটির দিন হিসেবে স্বীকৃত পায়। এরপর একইভাবে ভারতেও এটি অফিসিয়াল ছুটির দিবস হিসেবে বিবেচনা করা হয়। মাকে ভালোবাসার জন্য যদিও কোন দিবসের প্রয়োজন হয় না, কিন্তু বিশেষ করে এই দিনটিতে সবাই তাদের মাকে কিছু না কিছু উপহার দেয় এবং বিশেষভাবে সম্মান প্রদর্শন করে। মা দিবসে সকল মায়ের প্রতি রইলো ভালোবাসা।