সুপার সাইক্লোন ‘ফণী’ এগিয়ে যাচ্ছে ভারতের দিকে

  © আনন্দবাজার

ভারতের উপকূলীয় পুরী থেকে ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে আরও শক্তি সঞ্চয় করা ঘর্ণিঝড় ‘ফণী’। উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়া ঘূর্ণঝড়টি। আগামী শুক্রবার বিকেলে সেখানকার গোপালপুর ও চাঁদবালিতে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে। আঘাত হানার সময় এটির গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় ১৮৫-২০৫ কিলোমিটার।

ঘুর্ণিঝড় ফণী’ পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও। সে কারণে আবহাওয়া অধিদপ্তর থেকেও সতর্ক করে দেওয়া হয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরার সকল নৌকা-ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ফণীর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের কোথাও কোথাও সেই বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে পারে। ভারতের গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, কটক, জগত্‌সিংহপুর, জাজপুর, বালাসোর, কেন্দ্রাপাড়া, কেওনঝড়, ঢেঙ্কানলে লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৌধ, কালাহান্ডি, সম্বলপুর, দেবগর-সহ বেশ কয়েকটি জায়গায়।

গত মঙ্গলবার রাত থেকেই তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে ফণী। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দিকে বাঁক নেবে। এসময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার। সেই সঙ্গে প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, আগামীকালের মধ্যে পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দিয়েছে উড়িষ্যা প্রশাসন। ওইদিন থেকে সব স্কুল, কলেজ বন্ধ রাখতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপকূলরক্ষীবাহিনী, নৌবাহিনী এবং সেনা হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ