আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার নেতৃত্বাধীন সরকারের সাত মাসের কার্যক্রম, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন এবং রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন সংবাদমাধ্যম বিবিসি বাংলার সাথে।

 সোমবার (৩ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। 

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না বা নির্বাচনে অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘ওই যে ঐকমত্য। আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্যে। সবাই মিলে যা ঠিক করবে, আমরা তাই করব।’

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কী জানতে চাইলে ড. ইউনূস বলেন, ‘আমি অত ডিটেইলসে যাচ্ছি না। আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের ওপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত-দল করবে, তার মতো করে, সবকিছু করবে। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। এটুকুই শুধু।’

ছাত্রদের  নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা রাজনীতি করতে চায় তারা ইস্তফা দিয়ে চলে গেছে। সরকার তাদের কোনো ধরনের সহায়তা করেনি।’


সর্বশেষ সংবাদ