গাজীপুরে গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

আগুনের ঘটনা
আগুনের ঘটনা  © সংগৃহীত

গাজীপুরের ভোগড়াতে প্যানারোমা অ্যাপারেন্স কারখানাতে শ্রমিক অসন্তোষের জেরে কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছ বিক্ষুব্ধ শ্রমিকেরা। সোমবার (৩ মার্চ) সকালে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।

জানা গেছে, গতকাল (২ মার্চ) ওই কারখানার একজন শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, এই ঘটনার জেরে সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কে পাশে অবস্থান নেয়। 

আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, গতকাল তাদের নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল স্বামী সঙ্গে ঝামেলার কারণে আত্মহত্যা করেছে। গতকাল তারা কিছু বলেনি। বিকেল পর্যন্ত কাজ করে চলে গেছে। 

তিনি আরো বলেন, আজকে সকালে হঠাৎ করে এসে বলছে ছুটি দেওয়া হয়নি তাই ওই নারী আত্মহত্যা করেছে। এই বলে গ্যাঞ্জাম করে আশপাশের কারখানাগুলোতেও ছুটি নিয়েছে। প্রায় ৬ থেকে ৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে।


সর্বশেষ সংবাদ