প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন, পারিশ্রমিক নিয়ে বিতর্ক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কেরা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কেরা  © সংগৃহীত

৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কর্মকর্তারা আসেন সংবাদমাধ্যমের সামনে। আজ শনিবার (১ মার্চ) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নতুন মৌসুমের বিভিন্ন দিক তুলে ধরেন কর্মকর্তারা, যেখানে ঘুরেফিরে এসেছে আম্পায়ারিংয়ের মানোন্নয়ন ও ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো নিশ্চিত করা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অনেক ক্রিকেটার সময় মতো নিজেদের পাওনা পারিশ্রমিক পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের আশা যেন প্রতিশ্রুত পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করা হয় এবার।

মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘প্রতিবারই আম্পায়ারিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়। এবার যেন এ সব বিষয় যথাযথভাবে মেনে চলা হয়। এবার পরিস্থিতি একটু ভিন্ন। বিপিএলই হোক বা প্রিমিয়ার লিগ, ক্রিকেটাররা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সত্যিই আশা করি, ক্লাব সংগঠকেরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমার কাছে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি।’

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন নতুন ট্রফি এনে মঞ্চের মাঝখানে রাখেন। এবারের চ্যাম্পিয়ন ট্রফির নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামোয়। মোসাদ্দেকেরও দাবি, পারিশ্রমিক যেন ঠিক সময়ে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ