বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
সকালে নাস্তার পর মরহুম আব্দুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সাথে সাথে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন।’