‘এটিএম আজহারুলকে মুক্তি না দিলে ক্ষমতায় থাকতে পারবেন না’
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। তার মুক্তির দাবি এখন শুধু জামায়াতের দাবি নয়, বাংলাদেশের মুক্তিকামী ১৮ কোটি মানুষের দাবি।’
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, এটিএম আজহারুলকে জেলে আটক রাখার অ্যাজেন্ডা ফ্যাসিবাদের অ্যাজেন্ডা, ভারতের অ্যাজেন্ডা। তার মুক্তির দাবিতে আমরা ইতোমধ্যে কর্মসূচি দিয়েছি। দাবি না মানলে বা এই দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।
তিনি বলেন, বর্তমানে একটি দল বিগত পতিত সরকারের মত বক্তব্য দিতে শুরু করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো বন্ধ করেন। জুলুম, চাঁদাবাজি বন্ধ করেন। সাড়ে ১৫ বছর ঘরে বন্দী ছিলেন ঘর থেকে বের হতে পারেন নাই। বর্তমান পরিস্থিতিকে আল্লাহতায়ালার নেয়ামত হিসেবে মনে করুন। আল্লাহ তাহলে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেবে, দেশবাসীও ঘুরে দাঁড়াতে পারবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সম্মানিত হবে। অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে। ইসলামী সরকার তাদের জানমালের নিরাপত্তা দেবে। জামায়াতের কাছে অমুসলিমরা সবচেয়ে নিরাপদ থাকবে।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে। যেনতেন সংস্কার মানবো না, তবে সেই সংস্কারের নামে সময় ক্ষেপণ মানবো না। এ দেশের মানুষ জেগে উঠতে শিখেছে। জেগে ওঠা জনগণ কারও প্রভুত্ব মানবে না।
এর আগে, সকাল ৯টায় একই স্থানে জামায়াতের মহিলা কর্মী সম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।