হবিগঞ্জে দুই সন্তানসহ বাবার বিষপান, মারা গেলেন তিনজনই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ PM

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আবদুর রউফ ২৮ এবং দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে আবদুর রউফ সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।