রাজধানীতে বৃষ্টির মত ঝরছে কুয়াশা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী। সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু শহরের মানুষ। মাঘে শেষে শীতের তীব্রতা প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। এবার রাজধানীবাসী শীতের অনুভূতি পায়নি। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে তাপমাত্রার প্রভাব ছিল বেশি।
এ অবস্থায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আরও জানায়, আগামী ৫ দিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।