গাজীপুরে শিক্ষার্থীদের হামলার ঘটনায় মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ PM

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ বাদী হয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর মেট্রো থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ভাতিজা আমজাদ হোসেন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) তাহেরুল হক চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর মেট্রো থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেন বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা শুনে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হামলার প্রতিহত করতে যান। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর একদল লোক এসে বাড়িটি ঘিরে ফেলে এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। হামলার ঘটনায় রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে একটি মামলার আবেদন করেন। মামলাটি বিকেল সাড়ে ৩টায় রুজু করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।