হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? প্রশ্নের জবাব দিলেন বিজেপি মন্ত্রী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ PM

ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ।
রাজ্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্টাস হাসিনা সম্পর্কে তিনটি প্রশ্নের উত্তর জানতে চান ভারত সরকারের কাছে। প্রশ্ন তিনটি হলো—বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? যদি তা-ই হয়, তবে প্রত্যর্পণের জন্য কী কী কারণ দেখিয়েছে ঢাকা? ভারত সরকার এ সম্পর্কে কী জবাব দিয়েছে ঢাকাকে?
প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে যে অপরাধ সংঘটিত হয়েছে, তার ভিত্তিতে এই প্রত্যর্পণ দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে কোনও জবাব এখনও পাঠানো হয়নি।’
এর আগে, অন্তর্বর্তী সরকারের চিঠির প্রাপ্তিস্বীকার করে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব্য এখনই করা যাবে না। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোনও দেশের অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনও রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে, আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন। সেই প্রক্রিয়ায় সময় লাগতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার রোষে পদত্যাগ করে ভারতে চলে আসেন শেখ হাসিনা। কিন্তু বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসেননি। ফলে এই মুহূর্তে ভারতে হাসিনার ‘স্ট্যাটাস’ কী তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। দিল্লি মুজিবকন্যাকে কূটনৈতিক আশ্রয় দিয়েছে কি না তা নিয়ে একাধিকবার সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।