বশেফমুবিপ্রবিতে শেখ মুজিবকে নিয়ে লেখা বই পুড়িয়ে ছাত্রদলের প্রতিবাদ
- বশেফমুবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ AM

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের প্রতিবাদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) নানান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এসব কর্মসূচি পালন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। এরপর বঙ্গবন্ধু কর্নারে থাকা শেখ মুজিবকে লেখা বই নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানান তারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে এ ধরনের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
ছাত্রদলের নেতা শাকিল আহমেদ ফারাবি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রলীগের সন্ত্রাসীদের কার্যক্রম ছিল। ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার বাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এ বিশ্ববিদ্যালয়েও বিভিন্নভাবে হুমকি এবং হামলা করার চেষ্টা করা হয়েছে ছাত্র-ছাত্রীদের ওপর।
আরো পড়ুন: প্রতিষ্ঠান-স্থাপনা ভাঙচুর শক্তভাবে দমনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের
তাদের সাজা নিশ্চিত এবং আওয়ামী লীগের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে দাবি মেনে দোষীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশাবাদী।