বই সেন্সর করার বিষয়টি সরকারের নীতিমালায় নেই: উপদেষ্টা ফারুকী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ PM

অমর একুশে বইমেলায় বই প্রকাশের আগে পাণ্ডুলিপি বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়ার বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ‘গণমাধ্যমে একটা সংবাদ ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশপাশেই নেই।’
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরয়ার ফারুকী এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। সেটা যদি আমাকে গালাগালি করেও হয়, এতে কিছু যায় আসে না। আর বই প্রকাশ সেন্সর করব, এটা হাস্যকর। এই ভুল বোঝাবুঝি এখানেই দূর করতে চাই। অন্তর্বর্তী সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই। ওই পুলিশ কর্মকর্তা যদি বলে থাকেন, সেটা তিনি তার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন। এটার সঙ্গে আমরা একমত নই।’
আরও পড়ুন: আজ থেকে বন্ধ হলো সেন্টমার্টিন ভ্রমণ
এদিকে আজ বিকেল তিনটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী জাতীয় বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
বইমেলার সময়সূচি
সাধারণ দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণ প্রবেশ করতে পারবেন। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ও ১৫ ফেব্রুয়ারি ব্যতীত) প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে। ২১ ফেব্রুয়ারি (মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বইপ্রেমীরা প্রবেশ করতে পারবেন। তবে রাত সাড়ে ৮টার পর কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।