একজন নারীও কেন বাংলা একাডেমি পুরস্কার পেলেন না, বিস্মিত উপদেষ্টা ফারুকী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ PM

সম্প্রতি ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১০জন কবি-সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তবে তাদের মধ্যে একজন নারী লেখকও নেই, এ বিষয়টা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (২৪ জানুয়ারি) ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিস্ময়ের কথা প্রকাশ করেন উপদেষ্টা ফারুকী।
ফারুকী লিখেছেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে মন্ত্রণালয় বা আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আমাদের সরাসরি ভূমিকা আছে একুশে পদকের ক্ষেত্রে। তারপরও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি এই পুরস্কার নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সেটা গ্রহণ করছি।’
এবার কোনো নারী লেখক পুরস্কার পাননি, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একজন নারী লেখককেও খুঁজে না পাওয়া বিস্ময়কর। এছাড়া কিছু ক্যাটাগরিতে যে প্রশ্ন উঠেছে সেগুলোও অযৌক্তিক না। সময় এসেছে, এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া সংস্কারের।’
বাংলা একাডেমি পুরস্কার নিয়ে তিনি অভিমত প্রকাশ করে লিখেছেন, ‘বাংলা একাডেমিকে একটা বিশেষ গোষ্ঠীর মিলনমেলা না বানিয়ে কী করে ইনক্লুসিভ করা যায়, কী করে তরুণ মেধাকে এর চালিকাশক্তির অংশ করা যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’