বুধবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশের ট্রেনের যাত্রা বাতিল

বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে  © সংগৃহীত

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার রাতে রেলওয়ে পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত চলাচলকারী ট্রেন বাতিল হলো। যাত্রীদের টিকেটের মূল্যফেরত (রিফান্ড) প্রক্রিয়া অচিরেই চালু করা হবে।

মঙ্গলবার রাতে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় বলে, বুধবারও ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে বিআরটিসির বাসে করে বিভিন্ন গন্তব্যে রেলের যাত্রীদের পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে। যাত্রী দের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে দুঃখ প্রকাশ করছে।

রেলের রানিং স্টাফদের মধ্যে রয়েছেন গার্ড, লোকামাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকো মাস্টার এবং টিটিই। এরা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত। সারাদেশে রেলওয়েতে ১৭ শতাধিক রানিং স্টাফ কাজ করেন। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ