শেখ হাসিনার ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাইয়ে বিটিআরসি ও সিআইডিকে নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM

ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কিছু 'গুরুত্বপূর্ণ' ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি এম মহিতুল হক আনাম চৌধুরী।
উল্লেখ্য, ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এই বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করেন। এরপর আদালত সিআইডি এবং বিটিআরসি কর্তৃপক্ষকে ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করার নির্দেশ দেন।
এর আগে, আদালতে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, 'তারা বিভিন্ন উৎস থেকে শেখ হাসিনা এবং অন্যান্যদের কিছু গুরুত্বপূর্ণ ভয়েস রেকর্ডিং পেয়েছেন। এই ভয়েস রেকর্ডিংগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সিআইডি এবং বিটিআরসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন এবং এর জন্য আদালতের নির্দেশ প্রয়োজন।