পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে কাজ করছে সরকার: ডেপুটি প্রেস সেক্রেটারি

প্রেস ব্রিফিং
প্রেস ব্রিফিং  © পিআইডি

সরকার পাসপোর্ট অফিসগুলোকে দালালমুক্ত করতে কাজ করছে। দালালচক্রের দৌরাত্ম্য কমাতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। এতে প্রবাসী ও অভ্যন্তরীণ আবেদনকারীরা সুষ্ঠু সেবা পাবেন বলে জানায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।  

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা কেটে গেছে। দাপ্তরিক বাধার কারণে এতদিন আটকে থাকা এক লাখ ৯৭ হাজার এমআরপির মধ্যে গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে। এসব পাসপোর্ট খুব শিগগিরই বিতরণ শুরু হবে।  

তিনি বলেন, বিশ্বজুড়ে প্রায় এক কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে যারা ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তাদের দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছানোর জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ই-পাসপোর্ট বিতরণের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। আবেদনকারীরা অচিরেই খুদেবার্তা পেয়ে যাবেন এবং পাসপোর্ট বিতরণ শুরু হবে। 

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence