নীলফামারীতে ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার
- নীলফামারী প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ PM
নীলফামারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার হয়েছেন পুলিশি অভিযানে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা শহরের বাবুপাড়া এলাকার নাজমুল হোসেন এবং জুম্মাপাড়া এলাকার ফরহাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, এই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে নীলফামারী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম শাহ আলম তমুর গ্যারেজে অগ্নিসংযোগ ও হামলা মামলায়। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সাঈদ জানান, গ্রেফতারকৃত নাজমুল হোসেন জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন, এবং ফরহাদ হোসেন ছিলেন ছাত্রলীগের এক কর্মী।
ওসি আরও জানান, নাজমুল হোসেনের বিরুদ্ধে আরোও দুটি মামলা রয়েছে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্রসমাজে পক্ষ থেকে নাজমুল হোসেনের গ্রেফতারকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। তারা তাদের বক্তব্যে বলেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্লোগান দেয়ালে লিখে জনমনে আতঙ্কের জেরে নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মৌখিক অভিযোগ করেছিলাম। এরপর পুলিশ তদন্তের পর তাদের গ্রেফতার করেন। তাদের দাবি, যারা এ ধরনের নিষিদ্ধ স্লোগান লিখতে আগ্রহী, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। তারা আরও হুঁশিয়ারি দেন যে, নাজমুলসহ এই ধরনের আসামিদের বিরুদ্ধে সামাজিকভাবে চিত্র প্রকাশ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে সাহস না পায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান বলে জানিয়েছে পুলিশ।