বায়ুদূষণে আজ অষ্টম ঢাকা নগরী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ AM
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকা শহর রয়েছে আজ অষ্টম স্থানে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার মানসূচকে এ তথ্য প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, মানসূচকে ঢাকার বায়ুর মান ২০৫। গতকাল বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে এই মান ছিল ২১১। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত ডিসেম্বরজুড়ে দূষিত আবহওয়ার জন্য ঢাকা ছিল তালিকার শীর্ষে। দূষণ-সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।
গবেষণা অনুযায়ী, গত ৯ বছরের তুলনায় গত ডিসেম্বরে বায়ুর গড় মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে।
আজ ঢাকায় তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫৯), মহাখালীর আইসিডিডিআর,বির কার্যালয় (২৫৭), ও কল্যাণপুর (২৪১)।