বিশ্বে বায়ুদূষণের ঢাকার অবস্থান পঞ্চম, শীর্ষে দিল্লী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ PM
মাসের প্রথম দিনই ঢাকার বাতাস চিহ্নিত হয়েছে অস্বাস্থ্যকর হিসেবে। দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে। আর শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী শহর দিল্লী।
আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে এ তথ্য জানানো হয়েছে।
সূচকে বলা হয়েছে, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে একিউআই স্কোর ১৯৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে ভারতের দিল্লি, ঘানার আক্রা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৬৯, ২০৩ ও ১৯৯ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এর পরে ভিয়েতনামের হ্যানয় শহর, যেখানে বায়ু মানের স্কোর ১৯৮।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ু "ভালো" হিসেবে গণ্য হয়, ৫১ থেকে ১০০ হলে "মাঝারি" বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে "অস্বাস্থ্যকর" (বিশেষ করে সংবেদনশীল জনগণের জন্য), ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে এটি "অস্বাস্থ্যকর", ২০১ থেকে ৩০০ হলে তা "খুবই অস্বাস্থ্যকর", এবং স্কোর ৩০১ এর বেশি হলে এটি "দুর্যোগপূর্ণ" হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, শুধুমাত্র বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। এটি একটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি, যা সারা বিশ্বের জন্য গভীর উদ্বেগের বিষয়।