বিচার করতে শেখ মুজিবের লাশ না তুললে চব্বিশে কেন— প্রশ্ন সারজিসের

সারজিস আলম
সারজিস আলম  © সংগৃহীত

দেশজুড়ে বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের লাশ তোলার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে নিহতদের লাশে তোলার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

শনিবার (১৪ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে ২৪ এর গণহত্যার বিচারের জন্য শহিদ হওয়া ভাইবোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে?’

সারজিসের পোস্টের নিচে তার ফলোয়ারদেরও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। তারা জানান, ২৪ এর আন্দোলনে গণহত্যায় নিহতদের বিচার পেতে হলে তাদের লাশ কবর থেকে তোলা অযৌক্তিক।


সর্বশেষ সংবাদ