ফায়ার ফাইটার নিহতের ঘটনায় ব্যর্থতা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ PM

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তায় ট্রাকচাপায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। এঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের সদর দফতরে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যর্থতার দায় স্বীকার করেন।
বৃহস্পতিবার সকালে ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের। কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগলে সেখানে যেতে হয় তাকে। আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাক চাপায় নিহত হন তিনি।
জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আল্লাহই তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে খুবই ভালো ফাইটার ছিল বলে তাকে স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবরের আজাব মাফ করে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ঘটনায় আমি শোকাহত। অল্প বয়সে এই ছেলেটা চলে গেল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তো তার মা-বাবার। অন্য সবাই কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু তার মা-বাবা এই মৃত্যু ভুলতে পারবে না।
তিনি বলেন, এই ঘটনার বিচার অবশ্যই হবে। আমার একজন কর্মী মারা গেল এর ব্যর্থতা আমার। এ ঘটনায় আমি শোকাহত। অল্প বয়সে যে এই ছেলেটা চলে গেল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তার মা-বাবার। অন্য সবাই কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু তার মা-বাবা কিন্তু এই মৃত্যু ভুলতে পারবে না সহজে।
যখন আগুন লাগলো তখন ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে ট্রাক কেন রাস্তা দিয়ে গেল এটা ব্যর্থতা কি না। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় কেন লেগেছে এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলব এটা ব্যর্থতাই। ট্রাক ওই সময় চলাচল করা উচিত ছিল না। ট্রাকচালককে আমরা ধরে ফেলেছি। তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব।