ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ AM
ময়মনসিংহে জংশনে ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জংশনের ১ নম্বর ও ২ নম্বর লাইন ব্লকের মেইন লাইনে ৪০৬ বগিটি উল্টে যায়।
ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান’স ফোরামের একটি পোস্ট থেকে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন কমিউটার ট্রেন ময়মনসিংহ জংশনের ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইন দিয়ে ছেড়ে যাওয়া সময় ট্রেনের গ বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাইন ঠিক হওয়ার আগে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন ময়মনসিংহে প্রবেশ বন্ধ রয়েছে।
তবে এ বিষয়ে জানতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।