কম্বলে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ AM
লালমনিরহাটের হাতীবান্ধায় কুপির আগুন কম্বলে লেগে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে এ ঘটনা ঘটে। অইচন বেওয়া (৭০) নামের ওই বৃদ্ধা গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাতে কুপির আগুন কম্বলে লেগে যায়। এ সময় বুঝতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধা। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বৃদ্ধা বয়সজনিত কারণে চলাচল করতে পারতেন না।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এ বিষয়ে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করা হয়েছে। কুপির আগুন কম্বলে লেগেই তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করছে।